Loading Now

গুগল ম্যাপসে অবদান রেখে জাপান যাচ্ছেন বাংলাদেশের ৫ তরুণ

অনলাইন ডেক্স ।।

বাংলাদেশে গুগলের ডিজিটাল ম্যাপিংয়ে অবদান রেখে এবার জাপানে যাচ্ছেন পাঁচ তরুণ। গুগলের আয়োজনে জাপানের টোকিওতে ২৪-২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’। যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের এই পাঁচ তরুণ গুগল লোকাল গাইড।

বাংলাদেশি প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন কানেক্ট ফোরাম মডারেটর মো. শফিউল বাশার, মাহাবুব হাসান, শাহ মো. সুলতান, শাকিল আখতার খান এবং বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়াও দেশের বাইরে থেকে অংশ নিচ্ছেন পাভেল সারওয়ার, সুমাইয়া জাফরিন চৌধুরী এবং তৃষা ত্রিসু।

 

এই আয়োজন গুগল ম্যাপসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বৃহৎ গ্লোবাল ইভেন্ট। যেখানে অংশ নিচ্ছেন ১৯টি দেশের ৫০ জনেরও বেশি অভিজ্ঞ ম্যাপ কন্ট্রিবিউটর। গুগল ম্যাপস টিম এই ইভেন্টে নতুন ফিচার ও প্রযুক্তির আপডেট শেয়ার করবে এবং গাইডরা তাদের মতামত জানাতে পারবেন সরাসরি।

গুগল লোকাল গাইড শাহ মো. সুলতান জানান, গুগল ম্যাপসে বাংলাদেশের অবদান শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশি লোকাল গাইডরা স্বেচ্ছাশ্রমে দেশের জন্য কাজ করেছেন। বাংলাদেশ চ্যালেঞ্জ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১০০০ সার্টিফাইড ম্যাপার তৈরি করা হয়েছে, যারা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছেন।

 

কানেক্ট ফোরাম মডারেটর মো. শফিউল বাশার বলেন, লোকাল গাইডস বাংলা কমিউনিটি স্থানীয় মানসম্মত ম্যাপিংয়ের মাধ্যমে গুগল ম্যাপসকে আরও ব্যবহারবান্ধব করে তুলতে কাজ করছে। আন্তর্জাতিক মান বজায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সঠিকভাবে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে এ কমিউনিটি।

বাংলাদেশের এই গাইডরা চান গুগল ম্যাপস যেন বাংলাদেশের প্রতিটি অঞ্চল, ব্যবসা, সেবামূলক প্রতিষ্ঠানকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করে।

তাদের প্রত্যাশা বিশ্বের উন্নত দেশগুলোর মতো ব্যবহারবান্ধব, তথ্যসমৃদ্ধ ও আপডেটেড একটি ম্যাপিং সিস্টেম গড়ে তোলা, যাতে স্থানীয় জনগণ এবং আন্তর্জাতিক পর্যটক—উভয়ের উপকার হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED