Loading Now

ছাত্রলীগ ক্যাডার জসিম আটক

বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পালিয়ে থাকার পরে বুধবার ১৮ জুন রাত সাড়ে ১০টার দিকে নগরের ২৫ নং ওয়ার্ডের কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন বিএনপি অফিস পোড়ানো,নগর বিএনপির সদস্যসচিব জিয়া সিকদারের হত্যাচেষ্ঠা সহ একাধিক মামলায় অভিযুক্ত।

সাবেক এই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার রাত ১০টার দিকে জসিম উদ্দিন তার বাড়ির পাশে ব্রাঞ্চ রোডে আসেন। এর কিছুক্ষণ পরেই পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায়। একপর্যায়ে পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে থানার নিয়ে যায়।

উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ ১০ মাস তিনি পলাতক ছিলেন ছাত্রলীগ ক্যাডার জসিম।তিনি জুলাই বিপ্লবে প্রকাশ্যে ছাত্র জনতার উপর শর্ট গান দিয়ে গুলি ছুড়েছেন,হামলা চালিয়েছেন।এ ঘটনার স্বাক্ষী প্রমান রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED