বরিশালে তিন হাজার ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
অনলাইন ডেক্স ।।
চলতি বছর বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে তিন হাজার ১৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৭৭০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৪০৭ জন রোগী।
বুধবার (১৮ জুন) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এসব হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ১১০ জন। একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১১০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১৩ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, ভোলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছে। বরগুনায় ৬৩ জন ভর্তি হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারব না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।
Post Comment