Loading Now

মেঘনা থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি ।।

ভোলার মনপুরায় মেঘনা নদীতে নিখোঁজের ছয় ঘণ্টা পর মহিউদ্দিন নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শুক্রবার বেলা ২টায় উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুরসংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। আজ সকালে ভোলার মনপুরায় মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে এসে নৌকা নোঙর করার পর পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

মহিউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি ইসমাইল মাঝির নৌকার জেলে ও বাবুর্চির (রান্নার) দায়িত্বে ছিলেন। এর আগে একই স্থানে সকাল ৮টায় নোঙর করা অবস্থায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি ইসমাইল মাঝি জানান, সকাল ৮টায় মাছ ধরে আলমপুরসংলগ্ন ঘাটে নৌকা নোঙর করে রাখেন। তাঁরা নৌকা থেকে নেমে পড়লেও জেলে মহিউদ্দিন নামার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন। বেলা ২টায় একই স্থানে তাঁর লাশ ভেসে ওঠে। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

খবরের সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, পুলিশ ঘটনাস্থল থেকে জেলের লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED