বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের জাদুঘর সংস্কারের দাবিতে স্মারকলিপি এবি পার্টির
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নে রহিমগঞ্জ গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের পৈত্রিক ভিটা সংস্কার ও জাদুঘর সংস্কারের দাবিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর হাতে স্মারকলিপি দেন পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার স্মরণে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ২০০৮ সালে যে জাদুঘরটি করা হয়েছিল সেটা বরিশাল জেলা পরিষদ থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ে এনে পুনরায় চালুর দাবি জানান এবি পার্টির নেতারা।
এ সময় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পিতৃভূমির সম্মুখভাবে ক্রমাগত নদী ভাঙন অব্যাহত থাকায় কংক্রিটের ব্লক ফেলে শাসন করে ভাঙন প্রতিরোধের জন্য উপদেষ্টা ফরুকীকে অনুরোধ জানান আসাদুজ্জামান ফুয়াদ।
এ বিষয়ে অন্য প্রাসঙ্গিক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজটি এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বরিশাল সোসাইটির আহবায়ক আমানুল্লাহ খান নোমান, শহীদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুর রহমান বাচ্চু, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফায়েজ, এবি পার্টি বরিশাল জেলা ও মহানগরীর সদস্য সচিব প্রকৌশলী জিএম রাব্বী এবং যুগ্ম-আহবায়ক সুজন তালুকদার।
Post Comment