Loading Now

বাংলাদেশ-শ্রীলঙ্কার অপেক্ষা বাড়িয়েই চলেছে বৃষ্টি

স্পোর্টস ডেক্স ।।

কাগজে-কলমে গলে সিরিজের প্রথম টেস্টে খেলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কিন্তু ম্যাচে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে বৃষ্টি তাদের সঙ্গে পাল্লা দিয়ে খেলছে। আজ টেস্টের পঞ্চম দিনে যেখানে রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা, তখনই বৃষ্টির বাগড়া।

বাংলাদেশ সময় আজ বেলা ১টায় বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কার আকাশ যে মুখ ভারী করে আছে। ক্রিকইনফো, ক্রিকবাজ থেকে পাওয়া আপডেট অনুযায়ী বাংলাদেশ সময় ১২টা ৫০ মিনিটে মুষলধারে বৃষ্টি নামে। ফলে দেড়টা পেরিয়ে গেলেও দ্বিতীয় সেশনের খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে ১টা ২২ মিনিটে বৃষ্টি থামার খবর পাওয়া গেছে। গ্রাউন্ডস্টাফরা কাভার সরানোর কাজে এখন ব্যস্ত।

পঞ্চম দিনে এখন পর্যন্ত ১৯ ওভার খেলা হয়েছে। বৃষ্টির কারণে সময় যতই বাড়িয়ে দেওয়া হোক না কেন, ৯০ ওভার খেলা নিয়ে সংশয় রয়েছে। এর আগে ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছিল ৬১ ওভার। সেদিনের ২৯ ওভারের ঘাটতি পুষিয়ে নিতে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। তবে আজ পঞ্চম দিনে হঠাৎ বৃষ্টি নামায় বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্রয়ের সম্ভাবনাই এখন বেশি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে গলে শেষ বিকেলের খেলা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম জুটি বেঁধে এগোতে থাকেন দারুণভাবে। গলে গতকাল চতুর্থ দিনই জুটি বেঁধেছেন। তবে আজ পঞ্চম দিনে মুশফিকের ‘অদ্ভূতুড়ে’ এক রানআউটে ভেঙে যায় চতুর্থ উইকেটে মুশফিক-শান্তর দারুণ এই জুটি। মুশফিকের আউটের পরপরই গ্রাউন্ড স্টাফরা ব্যস্ত হয়ে পড়েন গলের উইকেট ঢাকতে। কারণ, শ্রীলঙ্কার আকাশ কালো করে হঠাৎই বৃষ্টি নেমেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED