করোনায় এক দিনে ২ জনের মৃত্যু
অনলাইন ডেক্স ।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে শনাক্ত হয়েছেন আরও চারজন।
আজ শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার এক দশমিক ৯০ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। তাদের একজনের বয়স ৪১-৫০ ও অপরজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকা ও অপরজন খুলনা বিভাগের। দুইজনের একজন সরকারি ও আরেকজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১০ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১১ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জন। ২০২৫ সালে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৯৭ জন।
Post Comment