Loading Now

ওএসডি শরীয়তপুরের সেই ডিসি

অনলাইন ডেক্স ।।

অনৈতিক কেলেঙ্কারিতে জড়ানো শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সম্প্রতি আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে আলোচনা তৈরি করেছে।

ভুক্তভোগী ওই নারী গণমাধ্যমকে বলেছেন, জেলা প্রশাসক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং তার দাম্পত্য জীবন নষ্ট করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন।

২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশরাফ উদ্দিন এর আগে নিউরো ডেভলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

ছড়ানো ভিডিওটির ব্যাপারে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের বক্তব্য জানার জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

Post Comment

YOU MAY HAVE MISSED