Loading Now

পিরোজপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের নাজিরপুরে বলেশ্বর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী।

অভিযুক্তরা হলেন- উপজেলার চরখালী গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে আতিয়ার শেখ (৪০) এবং একই গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে মিলন শেখ (৩০)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বলেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দু’জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দু’জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED