Loading Now

পিরোজপুরে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

 

পিরোজপুর প্রতিবেদক ॥

পিরোজপুরে মাছিমপুরের একটি বাসা থেকে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম বুধবার বেলা ১১ টায় শহরের মাছিমপুর বলাকা ক্লাব রোডের একটি বাড়িতে অভিযান চালায়।

এ সময় পুলিশ সেখান থেকে ১০৫ বোতল ফিন্সিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ রমজান শিকদার ওরফে ফেন্সি রমজান সেখান থেকে পালিয়ে যায়। সম্মেলনে রমজান দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম-পরিচয় গোপন করে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED