Loading Now

পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ।।
আবাসন সংকট দূর করাসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৫ জুন) সকাল ১০টা থেকে কলেজের জিরো পয়েন্টে জড়ো হন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

এরপর বেলা ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। যা রয়েছে তার অবস্থাও বেহাল। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই জলাবদ্ধতা নিরসন করে রাস্তা ড্রেন সংস্কারের দাবি করেন।

এছাড়াও শিক্ষার্থীরা মাঠ ভরাট, কলেজের অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার ও শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি তুলে ধরেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবে না।

পরে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. তাইজুল ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলে তিনদিনের সময় চেয়েছেন। এরমধ্যে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলে জানান। অধ্যক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

 

Post Comment

YOU MAY HAVE MISSED