Loading Now

“পারায়ন “প্রকল্পের স্টেকহোল্ডারদের সাথে জেলা ইন্ডাকশন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে “পারায়ন ” প্রকল্পের স্টেকহোল্ডারদের সাথে জেলা ইন্ডাকশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ ও চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বুধবার বিকাল ৩টায় নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না।
এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন কর্ডিনেটর ব্লাস্টের কো-অর্ডিনেটর শাহিদা তালুকদার,
পরায়ন প্রকল্পের এরিয়া ম্যানেজার মো:আবু সুফিয়ান। এছাড়া ব্রাক,ওয়ার্ল্ড ভিশন, আভাস,বেলা সেইন্ট বাংলাদেশ, সাস সহ স্থানীয় সিবিও, সিএসও,স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় বরিশালের ঝুঁকিপূর্ণ এলাকায় লিঙ্গ ভিত্তিক সহিংসতাও ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সকলকে অবহিতকরণ করা হয়। পরায়ন প্রকল্পটি বরিশালের ৪ টি উপজেলা ও ১৪ টি ইউনিয়নে জেন্ডার বেইজড ভায়লেন্স ও নির্যাতিত নারীদের আইনগত সহায়তা প্রদান করবে। যা পিছিয়ে পরা জনগোষ্ঠিদের অধিকার বাস্তবায়নে ভূমিকা পালন করবে। এছাড়াও সভায় প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED