বরিশালে কোস্টগার্ডের অভিযানে জাটকা জব্দ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের সদর উপজেলার দপদপিয়া ব্রিজের টোল প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো আজ বুধবার (২৫ জুন) সকালে সহকারি জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বরিশাল কোস্টগার্ড স্টেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন) দিবাগত মধ্যরাত ১টার দিকে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে মহিপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে।
Post Comment