Loading Now

পাঁচদফা দা‌বিতে বিএম কলেজ শিক্ষার্থীদের ফের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উন্নয়নের পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে শাটডাউনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় ক্লাস বর্জন ও চলমান ইনকোর্স পরীক্ষা বন্ধ করে ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়।

পরে মিছিল করে প্রশাসনিক ভবনে সামনে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ ও ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে অবকাঠামো ও একাডেমিক সংকটে ভুগছে এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

আমারা পাঁচ দফা দাবি জানিয়েছি। এগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না।
এদিকে দুপুরের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED