স্ট্রোক করায় মাকে নিয়ে হাসপাতালে মেয়ে, বসতে পারেননি পরীক্ষায়
অনলাইন ডেক্স ।।
এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়। মা সকালে মেজর স্ট্রোক করে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্র মিরপুর সরকারি বাঙলা কলেজে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায়। তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক নারী শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
জানা গেছে, এইসএসসি পরীক্ষার্থী ওই মেয়েটির বাবাও বেঁচে নেই। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকেই ফেসবুক পোস্টে ওই শিক্ষার্থীকে বিশেষ ব্যবস্থাপনায় ফের পরীক্ষা নেওয়ার দাবি করেন। কারণ তিনি অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে দেরি করেছেন।
Post Comment