Loading Now

গৌরনদীতে প্রতিপক্ষকে ফাঁসাতে যুবককে নির্যাতন করে ভিডিও ধারণ

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকার নাঈম হোসেনকে (২২) অপহরণ করে শারীরিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নাঈম হোসেনের অভিযোগ, স্থানীয় যুবদল কর্মী হীরা সরদারের নেতৃত্বে ৮-১০ জন মঙ্গলবার সকাল ১১ টার দিকে কাছেমাবাদ এলাকা থেকে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তারা আমাকে একটি নির্জন স্থানে নিয়ে আমার হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে।

রাতে জঙ্গলপট্টি গ্রামে পুরানো একটি মাদ্রাসা ভবনে নিয়ে দ্বিতীয় দফায় আমাকে নির্যাতন করে তারা। নির্যাতনের একপর্যায়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে তারা আমার হাতে কোরআন শরীফ দিয়ে গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিমকে জড়িয়ে মাদক সংক্রান্ত মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করে। এমনকি আমার হাতে গাঁজা তুলে দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে তারা।

নাঈম বলেন, আমি মৌখিকভাবে বিষয়টি থানাকে জানিয়েছি। পুলিশ লিখিত অভিযোগ দিতে বলেছেন। কিন্তু আমার মা বিদেশে থাকায় ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে এখনো অভিযোগ জমা দেইনি।

অভিযোগ অস্বীকার করে যুবদলকর্মী হীরা সরদার বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। দলের ভেতরের একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

নির্দোষ দাবি করে পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম বলেন, হীরা সরদার দীর্ঘদিন আমাকে ফাঁসাতে ও রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করতে নানা ষড়যন্ত্র করে আসছে। বিষয়টি দলের সিনিয়র নেতাদের জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।

গৌরনদী থানার ওসি ইউনুস মিয়া বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED