হিজলা থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ
হিজলা প্রতিনিধি ।।
বরিশালের হিজলা থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টার সময় থানা হলরুমে এ সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।
এ সময় উপস্তিত ছিলেন, বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলাউল, সহকারী পুলিশ সুপার (হিজলা-মুলাদী) তারেক আমান বান্না, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অনিক বিশ্বাস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ।
পুলিশ সুপারের উদ্দেশে বক্তারা বলেন, হিজলা উপজেলা নদীমাতৃক এলাকা। এই অঞ্চলের মানুষ নানা সমস্যার সম্মুখীন। মাদক, জুয়া, ইভটিজিং অবৈধ বালু উত্তোলন, ফেইসবুকে ফেইক আইডি দিয়ে সম্মানহানিসহ নানা বিষয় তুলে ধরেন।
উপস্থিত সুধীসমাজের উদ্দেশে পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, সকল অভিযোগ নোট করা হয়েছে। এ সকল অভিযোগের বিষয়ে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’
Post Comment