Loading Now

কিশোরীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কিশোরীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কামাল গাজী তার ফেসবুকে দাবি করেন, ওই কিশোরী তার স্ত্রী। তার স্ত্রীকে মারতে মারতে হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে তার বাবা এবং আত্মীয়-স্বজন জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে গেছেন। এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়।

শনিবার (২৮ জুন) রাতে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীর সঙ্গে কামাল গাজীর প্রেমের সম্পর্ক রয়েছে, সম্প্রতি কিশোরী কামাল গাজীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। শনিবার রাতে কিশোরীর বাবা ও স্বজনরা জোরপূর্বক তাকে বাড়িতে নিয়ে যান। এ সংশ্লিষ্ট ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন কামাল গাজী। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, পারিবারিক বিষয়। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

Post Comment

YOU MAY HAVE MISSED