Loading Now

র‍্যাব-৮ এর হাতে ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

নিজস্ব প্রতিবেদক ।।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এক কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে আটক করেছেন। আটককৃতের নাম বাহাদুর হাওলাদার (২৯)। তিনি গলাচিপা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আবুল হাওলাদারের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি মো. বাহাদুর হাওলাদারকে (২৯) গলাচিপার বকুলবাড়িয়া চৌরাস্তা থেকে আটক করতে সক্ষম হয় র্যাব।

মামলা সূত্রে জানা যায়, আসামি বাহাদুর হাওলাদার আগে থেকেই ভিকটিম মোসা. আফিয়াকে (১৩) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৭ জুন রাত আনুমানিক ৩টার সময়ভিকটিম আফিয়া প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে আগে থেকেই ওৎ পেতে থাকা আসামি বাহাদুর হাওলাদার ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি টেইলার্সের দোকানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই কিশোরীর ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন উপস্থিত হলে আসামি দৌঁড়ে পালিয়া যান। এ ঘটনায় গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

আটক বাহাদুরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED