Loading Now

বিএম কলেজ শিক্ষার্থীদের ব্লকেড ও আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক ।।

শিক্ষক সংকট দূরসহ পাঁচ দফা দাবিতে এবার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ঘণ্টা-ব্যাপী ব্লকেড কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) দুপুরের কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

এসময় তারা শিক্ষক সংকট, পর্যাপ্ত ক্লাসরুম, একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিতের দাবি জানান। অবিলম্বে এ দাবি আদায় না হলে সোমবার থেকে আমরণ অনশন ও ক্যাম্পাসের সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারি দেন আন্দোলনরতরা।

সমাবেশে বক্তৃতা দেন, কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র সাহাবুদ্দিন মিয়া, সমাজকর্ম বিভাগের সাইফুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের তানজিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ আন্দোলন চলছে। বছরের পর বছর ধরে অবকাঠামো ও একাডেমিক সংকটে বিরাজ করলেও তা সমাধানে কর্তৃপক্ষের নজর নেই। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে এখন পড়াশুনার পরিবেশ নেই। অল্প বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় পুরো ক্যাম্পাস। অপর্যাপ্ত ছাত্রাবাসের অধিকাংশ বসবাস অনুপযোগী। তাই আমরা পাঁচ দফা দাবি জানিয়েছি। এগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না।

কয়েক দিন ধরে চলমান এ আন্দোলনের অংশ হিসাবে কয়েক দিন আগে শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছিল।

Post Comment

YOU MAY HAVE MISSED