Loading Now

ক্ষমতার দাপটে রাস্তায় গেট নির্মান; নানকের সেই গেট ভেঙে দিল নগর ভবন

সরকার পতনের পর পালিয়ে যাওয়া  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকায় পৈত্রিক বাড়ির প্রবেশ পথের গেট উচ্ছেদ করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। মঙ্গলবার নিয়মবহির্ভূতভাবে জনগনের চলাচলের জন্য নির্মিত শাখা সড়কে নিজের নিরাপত্তার অযুহাতে গেইট স্থাপনের অভিযোগে গেটটি উচ্ছেদ করে বিসিসি।

তবে নানকের পরিবার দাবি করেছেন, নিজস্ব জমির সড়কে তারা গেট স্থাপন করেছিলেন। যা বিসিসি ইচ্ছে করেই উচ্ছেদ করেছে।

নগরের বটতলা এলাকায় আদম আলী হাজি সড়কে নানকের পৈত্রিক নিবাস। সেখানে তাদের পরিবারের যৌথ মালিকানায় বহুতল ভবন রয়েছে। ভবনে যেতে ৮ ফুট প্রশস্ত একটি সড়ক রয়েছে। নানকদের ভবনের পর অন্যের মালিকানাধীন আরও কয়েকটি ভবন ও প্লট আছে।

আব্দুল মালেক মুন্সী নামে এক প্রতিবেশী জানান, সড়কটি সকল মালিকের দেওয়া জমিতে করা হয়েছিলো। নানকের ভাই নাসির উদ্দিন লিটু আওয়ামী লীগ আমলের শেষ দিকে(খোকন সেরনিয়াবাত  মেয়র হবার পর) ক্ষমতার প্রভাব দেখিয়ে সড়কের মুখে গেট স্থাপন করে। তাদের ইচ্ছমতো গেট খোলা ও বন্ধ করায় অন্য পরিবারগুলো দুর্ভোগে ছিলেন। সম্প্রতি তারা বিসিসিতে অভিযোগ দেন। মঙ্গলবার উচ্ছেদ শাখার লোকজন এসে গেটটি অপসারন করেছে।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি বলেন, এলাকাবাসীর লিখিত  অভিযোগ পাওয়ার পর তারা মাপঝোক করে দেখেছেন বিসিসির জমিতে গেট স্থাপন করা হয়েছে। এজন্য সেটি অপসারণ করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED