বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী হারুন অর রশিদ হত্যায় যাবজ্জীবনপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানান।
আসামি জসিম আকন (৪০) নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বাঘিয়া এলাকার বাসিন্দা আশ্রাফ আলী আকনের ছেলে। তিনি পলাতক ছিলেন।
২০০৬ সালের ২৭ অক্টোবর পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি গ্রামের খালের পাশ থেকে অফিস সহকারী হারুন অর রশিদের লাশ উদ্ধার করে পুলিশ। হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে চাকরি করায় তার কাছে কিছু টাকা থাকত। সেই টাকা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় সারেংকাঠি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন হাওলাদার একটি মামলা করেন। ২০২৫ সালের ২৯ জানুয়ারি জসিম আকনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় দেয় পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
Post Comment