গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা
নিজস্ব প্রতিবেদক ৷।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় আইসিডিএ মিলনায়তনে উন্নয়ন সংগঠন ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বরিশাল এনজিও ডেভলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন) সভাপতি ও আইসিডিএ’র প্রতিষ্ঠাতা আনোয়ার জাহিদ, আইসিডিএ’র উপদেষ্টা পরিষদ’র সম্মানিত সদস্য সালমা খান, সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, আরোহী নির্বাহী পরিচালক মো: খোরশেদ আলম, নাগরিক উদ্যোগ’র বরিশাল এরিয়া সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, উন্নয়ন সংগঠন আভাস’র প্রতিনিধি উজ্জল দাস, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিনিধি আসমানী পারভীন, ওআরডিপি’র মো: জাকির হোসেন পান্নু, পাটেক্স হ্যান্ডিক্রাফট’র উদ্যোক্তা মো: তানভীর হোসেন, রুপান্তর’র প্রতিনিধি সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর নেতৃবৃন্দ।
সভায় আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় আইসিডিএ মিলনায়তনে সম্মিলিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন পর্ষদ বরিশাল’র উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Post Comment