যুগান্তরের সাংবাদিকের বিরুদ্ধে বরিশালে বিএনপি নেত্রী শিরিনের মামলা
নিজস্ব প্রতিবেদক ।।
অবশেষে দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল প্রতিনিধি আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন এবং হয়রানি অভিযোগ এনে ৫ কোটি টাকা মানহানীর মামলা করেছেন কেন্দ্রীয় বিএনপির বরিশালের সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) ও সাবেক এমপি বিলকিস জাহান শিরিন। বৃহস্পতিবার ৩ জুলাই বরিশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে তিনি এই মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে আসামীর প্রতি সমন ইস্যু করেছেন। মামলা নং সি. আর ১৩৮৯/২৫(কোতোয়ালি)
মামলা দায়ের করার পর বরিশাল বার লাইব্রেরী মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি বিলকিস জাহান শিরিন। তিনি বলেন,বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় সকল গনতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিলাম।দলের বিভাগের সাংগঠনিক সম্পাদক থাকাকালীন সকল জেলা উপজেলায় সরকার বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছি অথচ শুধুমাত্র এই একজন সাংবাদিক আমার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা অভিযোগ তুলে যুগান্তরের মত একটি পত্রিকায় একাধিক সংবাদ পরিবেশন করেছেন। তিনি(শাহীন) আওয়ামীলীগের একজন বড় দোসর,সাবেক মেয়র সাদেক ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি টাকা কামিয়েছেন। এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে দলের কাছে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
উল্লেখ্য বিএনপির এই নেত্রীর বিরুদ্ধে গতবছর আগষ্ট ও নভেম্বর মাসে ১০ কোটি টাকা লোপাট ও রাতের আধারে জমি দখল সংক্রান্ত দুটি সংবাদ প্রকাশিত হয় জাতীয় দৈনিক যুগান্তর এ।এ সকল সংবাদ প্রকাশের পর বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করে বিএনপি।
Post Comment