Loading Now

পটুয়াখালীতে সাড়ে চার কোটি টাকার চিংড়ির রেণু জব্দ

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর টেংরাখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, ভোরে কোস্টগার্ড স্টেশন এবং মৎস্য অধিদপ্তর, পটুয়াখালী সদরের টেংরাখালী পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কুয়াকাটা থেকে বাগেরহাটগামী সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে ৪ কোটি ৬৫ লাখ টাকার ১ কোটি ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়। অবৈধ রেণুর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক ট্রাক চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED