Loading Now

বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে কনস্টেবলসহ আহত ৩

বাবুগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে গেছে মাদক কারবারিরা। এ ঘটনায় ছুরিকাঘাতে একজন পুলিশ কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দারোগার হাটখোলা এলাকায় হারুন খাঁর ফার্ম বাগানে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুলিশ কনস্টেবল মো. ইমরান, সাগর (২৭) ও শাওন (২৫)।

বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক গোলাম আজমের নেতৃত্বাধীন টিম মাদক দারোগার হাটখোলা ফার্ম বাগানের অভ্যন্তরে অভিযান পরিচালনা করেন। তাদের উপস্থিতি টের পেয়ে সাগর নামের স্থানীয় এক মাদক কারবারি ও তার কয়েকজন সহযোগী ডিবি পুলিশের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি এবং ধস্তাধস্তি হয়। এতে অভিযানে থাকা পুলিশ কনস্টেবল মো. ইমরানের বাম গালে ছুরির আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। এছাড়াও ঘটনাস্থলে সাগর ও শাওন নামের স্থানীয় আরও দু’জন আহত হয়। তাদের তিনজনকেই উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডিবি পরিদর্শক মোস্তফা আনোয়ার বলেন, ডিবি পুলিশের ওপর হামলা করে মাদক কারবারি ও তার সহযোগিরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হামলা হয়েছে। তবে এ বিষয়ে ডিবির পক্ষ থেকে আমাদের বিস্তারিত কিছু জানানো হয়েছে। এ বিষয়ে মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED