Loading Now

শেষ ওয়ানডের আগে পর্যবেক্ষণে শান্ত

অনলাইন ডেক্স ।।

শ্রীলংকার বিপক্ষে স্বস্তির জয় এসেছে, সিরিজে টিকে থেকেছে বাংলাদেশ। র‌্যাংকিংয়েও একধাপ এগিয়েছে। এত ভালো খবরের মাঝে খারাপ একটি খবর শুনেছে টাইগার ব্রিগেড। দলের অন্যতম ব্যাটার নাজমুল হোসেন শান্ত আছেন পর্যবেক্ষণে। শনিবার ম্যাচের মাঝে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি।

 

বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পায়ের মাংসপেশিতে আঘাত পান শান্ত। জানুয়ারি মাসেও শান্ত একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন। তখন দীর্ঘ বিশ্রাম শেষে ফিরেছিলেন। গতকাল চোট পাওয়ার পর আর মাঠে নামেননি। তাতেই শঙ্কা জাগে শান্তর চোট নিয়ে।

বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শান্তকে আপাতত ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর এক্স-রে করানো হতে পারে। বর্তমানে বিশ্রামে রাখা হয়েছে সাবেক এই অধিনায়ককে।

আজ শান্তর অবস্থা মূল্যায়ন করবে দলের মেডিকেল টিম। এরপরই জানা যাবে ক্যান্ডিতে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা। ৮ তারিখ পাল্লেকেলেতে সিরিজ ফয়সালার লড়াই।

পঞ্চাশ ওভারের তিন ম্যাচের সিরিজের প্রথমটি হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে ফিরেছে সিরিজে। সবশেষ ম্যাচটি এখন বাঁচা-মরার। ওই ম্যাচে অধিনায়ক মিরাজ দলে শান্তকে পাবেন কিনা, তা জানা যাওয়া যেতে পারে ২৪ ঘণ্টা পর।

Post Comment

YOU MAY HAVE MISSED