Loading Now

পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করছেন ঝালকাঠি ডিবির এসআই মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর রুপাতলী, শের-ই-বাংলা সড়ক এলাকার বাড়ির পুরনো পুকুর জোরপূর্বক দখল করে রাতের আঁধারে বালু ভরাট ও অবৈধভাবে সিটি কর্পোরেশনের প্লান বহির্ভূত স্থাপনা নির্মাণ করছেন ঝালকাঠি ডিবি কার্যালয় কর্মরত বরিশালের আলোচিত এসআই মহিউদ্দিন মাহি।

৩ জুলাই বৃহস্পতিবার বিকালে সিটি কর্পোরেশনের প্লান বহির্ভূত স্থাপনা নির্মাণ কালে ভুক্তভোগী ও এলাকাবাসী বাধা দিলে মহিউদ্দিনের লোকজন বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিতে থাকে পরে সিটি কর্পোরেশনে অভিযোগ জানালে সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যায়।

এসময় সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে বলা হয় কোন ধরনের নির্মাণ কাজ পরিচালনা না করার জন্য। ভুক্তভোগীরা জানায় তিন দিন সরকারি ছুটি থাকার সুযোগে সিটি কর্পোরেশনের নিয়ম না মেনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে এই নির্মাণ কাজ চালাচ্ছেন পুলিশের এসআই মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যরা।

ইতিপূর্বে সে রাতের আধারে মৃত ছত্তার হাওলাদার এর দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে ক্রয় করেছে মর্মে একটি দোকানসহ জমি লাইজু বেগম নামে এক নারীর নাম ব্যবহার করে সাইনবোর্ড স্থাপন করে পুকুরের মধ্যে পিলারসহ পাইলিং দিয়ে জমি দখল করে। বিষয়টি নিয়ে সাত্তার হাওলাদার এর সন্তানেরা মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে টাকা দাখিলের মামলা দায়ের করে, মামলাটি বর্তমানে চলমান আছে।

কিছুদিন পূর্বে প্রভাব খাটিয়ে রাতের আঁধারে পুকুরটি বালুদিয়ে ভরাট করে।পরে সেখানে অবৈধভাবে প্ল্যান বহির্ভূত স্থাপনা নির্মাণ কাজ শুরু করলে বরিশাল সিটি কর্পোরেশন তা বন্ধ করে দেয়। সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা চলে গেলে মহিউদ্দিনের লোকজন ভুক্তভোগীদের দেখে নেওয়ার হুমকি দেয় পাশাপাশি মহিউদ্দিন ফোনের মাধ্যমে নির্মাণ কাজ চালিয়ে যেতে বলেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এসআই মহিউদ্দিন কিছুদিন ধরে তার শেরে-ই-বাংলা রোডের বাসাতেই অবস্থান করছে পাশাপাশি নিজে উপস্থিত হয়ে সবকিছু পরিচালনা করছে। সিটি কর্পোরেশনের প্রতিনিধি ও মিডিয়াকর্মীদের উপস্থিতি টের পেয়ে শটকে পড়েন।

এর আগে চলতি বছরের ৩ জুন বসতবাড়ির রাস্তার পাশের পুকুরে অবৈধভাবে পিলার বসাতে গেলে বাধা দিলে আলোচিত এসআই মহিউদ্দিন মাহি ভুক্তভোগী কে হত্যাসহ বিভিন্ন মামলায় ফাসাবে বলে হুমকি প্রদান করে। তাকে কে জমি দখল বুঝিয়ে দিয়েছে, তা জিজ্ঞেস করলে উত্তেজিত হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। মহিউদ্দিন বলে, আমি মহিউদ্দিন আমার কাজে বাধা আমি তোকে দেখে নেব। তাৎক্ষণিকভাবে ভুক্তভুগী জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতা নিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সাভাবিক করে।

এ বিষয়ে জানতে বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান স্বপন কুমার এ প্রতিবেদককে বলেন, তিনি সহ তার টিম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।তবে এসআই মহিউদ্দিন অনেক তদবির করছেন।পুনরায় যদি কাজ করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ প্রসঙ্গে জানতে ঝালকাঠি জেলা ডিবির এসআই মহিউদ্দিনকে কল করা হলে তিনি এই জমি নিয়ে তার কেন সম্পৃক্ততা নেই উল্লেখ করে বলেন মিডিয়ায় নিউজ হলে আমিও আইনের আশ্রয় নেব।

অভিযোগ প্রসঙ্গে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন মাস দুয়েক পুর্বে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ফোর্স গিয়ে পরিস্থিতি শান্ত করে এরপরে নতুন করে কোন অভিযোগ পাইনি। কোন অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জ্বল রায়ের সাথে আলাপকালে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখবেন, কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না,সে যেই হোক।

উল্লেখ্য: ৪ জানুয়ারি ২০২১ সালে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজা (৩০) কে নির্যাতন করে হত্যার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশে থাকা কালিন (এসআই) মহিউদ্দিন মাহিকে প্রত্যাহার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধসহ জোরপূর্বক জমি দখলের অভিযোগ রয়েছে যা প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে তখন প্রকাশিত হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED