Loading Now

আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

ভোলা প্রতিনিধি ।।

ভোলার বোরহানউদ্দিনে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আ. মালেক (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় শ‌নিবার দিবাগত রা‌তে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পু‌লিশ রাতে অভিযান চালিয়ে আ. মালেককে গ্রেফতার করে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আ. মালেক উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের লামছিবাড়ি এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়ির পাশে খালপাড়ে জাল ভাসানোর কাজে ব্যবহৃত ফ্লুট কুড়া‌তে যায়। শিশুটিকে একা পেয়ে বি‌ভিন্ন কিছুর লোভ দে‌খি‌য়ে স্থানীয় নজু মেম্বারের বাড়ির মসজিদের পাশে একটি মুদি দোকানের পিছনে নিয়ে যায় বৃদ্ধ আ. মালেক। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। প‌রে স্থানীয়রা ছু‌টে আস‌লে আ. মা‌লেক পা‌লি‌য়ে যায়।

বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, শিশুটির বাবা বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে আ: মালেককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রোববার সকা‌লে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED