Loading Now

জাতীয় কবিতা পরিষদের বরিশালের জেলা কমিটি গঠন

 

নিজস্ব প্রতিবেদক ।।

জাতীয় কবিতা পরিষদের বরিশাল জেলার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর সদর রোডে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক সভায় কমিটি গঠন করা হয়। এতে কবি মুস্তফা হাবীবকে সভাপতি এবং কবি জামান মনিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যান্যরা হলেন সহ-সভাপতি কবি আযাদ আলাউদ্দীন, কবি জাকির হোসেন সবুজ, কবি স্নিগ্ধ নীলিমা, কবি নুরুল হক ও কবি মাসুম আহমেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কবি আরিফ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কবি আহমেদ মুন্না ও কবি আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক কবি মাহবুব রহমান, দপ্তর সম্পাদক কবি স. ম. জসিম উদ্দিন, অর্থ সম্পাদক কবি সামসুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক কবি নূরুল আলম বখতিয়ার, সাংস্কৃতিক সম্পাদক কবি কাজী ইশতিয়াক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি মায়াবী কাজল, তথ্য ও গবেষণা সম্পাদক কবি আবিদা সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক কবি ইয়াসমিন অজান্তা, কার্যনির্বাহী সদস্য কবি দুর্জয় দেবনাথ, কবি জাহিদুল ইসলাম, কবি সোলাইমান আহমেদ রাসেল, কবি খাজিদা আক্তার, কবি শাহনাজ পারভীন, কবি হেলেন রহমান, কবি জাহিদ হাসান হৃদয়, কবি ইকবাল হোসেন, কবি অনন্ত রিয়াজ, কবি প্রিন্স তালুকদার ও কবি নুসরাত জাহান উর্মি।

এছাড়াও জাতীয় কবিতা পরিষদের পুনর্গঠন সংক্রান্ত ওই সভায় বরিশাল জেলা কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ৫ সদস্যদের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

জাতীয় কবিতা পরিষদের বরিশাল জেলা উপদেষ্টা কমিটিতে নির্বাচিতরা হলেন- কবি বেগম ফয়জুন নাহার শেলী, কবি মালেকা ফেরদৌস, কবি শাহীন রেজা, কবি নয়ন আহমেদ ও কবি জহুরুল ইসলাম জহির। জেলা কমিটি পুনর্গঠন সংক্রান্ত ওই সভার সভাপতিত্ব করেন কবি মুস্তফা হাবীব এবং সঞ্চলনা করেন কবি জামান মনির।

Post Comment

YOU MAY HAVE MISSED