Loading Now

যেখানে চলছে কুসুম সিকদারের ‘শরতের জবা’

 

বিনোদন ডেক্স ।।

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন কুসুম সিকদার। তবে এবার অভিনয়শিল্পীর পাশাপাশি তিনি আসছেন ভিন্ন পরিচয়ে! এ প্রথম পরিচালক হলেন কুসুম।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পেল গতকাল। দুর্গোৎসব উপলক্ষে মুক্তি পাওয়া কুসুমের সিনেমাটি শুধু স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দৈনিক ১৬টি শো প্রদর্শনী করছে। অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানা যায়, স্টারের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার ও বালি আর্কিডে প্রতিদিন দেখা যাবে শরতের জবা। এর মধ্যে বসুন্ধরা সিটি, সনি স্কয়ার ও বালি আর্কিডে প্রতিদিন রয়েছে সিনেমাটির চারটি করে শো।

কুসুম জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্স ছাড়াও শরতের জবা দেখা যাচ্ছে যমুনা ব্লকবাস্টারে।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের বইটি অজাগতিক ছায়া তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প শরতের জবা। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।

কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।

Post Comment

YOU MAY HAVE MISSED