সাফল্যের ধারা বজায় রেখেছে জাহানারা ইসরাইল স্কুল
নিজস্ব প্রতিবেদক ॥ সাফল্যের ধারা বজায় রেখেছে বরিশালের ইংরেজী ভার্সনের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় মোট ২৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলো। এদের মধ্যে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। ৯ জন পেয়েছে জিপিএ-৪। এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিক্ষানুরাগী সালেহ এম শেলীর প্রত্যক্ষ তত্ত্বাবধান, শিক্ষকদের ইনহাউজ প্রশিক্ষনের আয়োজন, অভিজ্ঞ ও বিষয় ভিত্তিক শিক্ষকদের পরিকল্পিত পাঠদান, সর্বোপরি শিক্ষার্থীদের অনুশীলন বিশেষ ভূমিকা পালন করেছে। গর্বিত এ সাফল্যে কলেজ অধ্যক্ষ সত্যজিৎ রায় সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
Post Comment