Loading Now

পটুয়াখালীতে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, এলাকায় আতঙ্ক

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক তরিকুল ইসলাম সুনানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে সবার হাত-পা, মুখ বেধে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।

রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরিকুল ইসলাম সুনান জানান, একতলা ভবনের বারান্দার গ্রীল কেটে ঘরে ঢুকে ডাকাতদল ঘরের সবাইকে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেধে জিম্মি করে ফেলে। চাবি নিয়ে আলমারি ও শোকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এ সময় সুনানসহ তার আমেরিকা প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুমকে মারধর ও লাঞ্ছিত করা হয়।

ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলামসহ পটুয়াখালী ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি জুয়েল ইসলাম।

প্রসংগত, ৫ আগষ্টের পর কলাপাড়া উপজেলায় একের পর এক দুর্ধর্ষ চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এতে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সাধারন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED