দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক ।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল মহানগরীর শংকর মঠ, রামকৃষ্ণ মিশন, শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
শুক্রবার সন্ধ্যায় পূজা মন্ডপ পরিদর্শন কালে
তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ রবিউল হাসান ভূঁইয়া। জেলা প্রশাসক শংকর মঠ পূজা মন্ডপ, রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপ ও শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করে পূজা মন্ডপ ঘুরে দেখেন।
জেলা প্রশাসক বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
Post Comment