Loading Now

বিসিসির প্রশাসকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক ॥

নিজ ভূমি থেকে বাদিকে বেদখল করার হুমকি দেওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে বরিশাল সদর সিনিয়র জজ আদালতে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য রেখে দিয়েছেন।

আইনজীবী আজাদ রহমান জানান, যাদেরকে বিবাদী করে নালিশি মামলা দায়ের করা হয়েছে তারা হলেন : বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশনের সচিব ও এস্টেট অফিসার।

১৭ নং ওয়ার্ড এর বাসিন্দা আলহাজ্ব জুনায়েদ হোসেন রানা মামলায় উল্লেখ করেন, বরিশাল সদর উপজেলার অন্তর্গত জে এল ৫০ নং বগুড়া আলেকান্দা মৌজার বিরোধী তফসিল ভূমিতে ২০২৫ সালের ৩ জুলাই বিবাদীরা বাদীকে বে-দখলে র হুমকি প্রদর্শন করে। বাদী মঙ্গলবার আদালতে হাজির হয়ে প্রতিকার মামলা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED