Loading Now

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ববিতে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক ।।

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করে ববি প্রসাশন।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে সকলে কালোব্যাচ ধারণ করে এবং পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে ও আশপাশের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে অংশ নেন ছাত্র নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ উপাচার্য মহাদয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন “জুলাই অভ্যুত্থান আমাদের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের সংগ্রামের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। এটি শুধুই স্মরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বার্তাও।”

শিক্ষার্থীরা আরও বলেন, তারা চান প্রতিবছর এমন কর্মসূচি আয়োজন হোক যাতে ঐতিহাসিক ঘটনা স্মরণ করার পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তাও ছড়িয়ে পড়ে।

বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক জনাব সঞ্জয় কুমার সরকার বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণআন্দোলনে দেশের বিভিন্ন প্রান্তে বহু তরুণ-ছাত্র জনতা জীবন উৎসর্গ করেন। তাদের স্মরণে এই সবুজ বিপ্লবের কর্মসূচি পালন করেছি ।

Post Comment

YOU MAY HAVE MISSED