ছাত্রলীগ কর্মী ও তার স্ত্রীর বিরুদ্ধে সাইবার আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক ।।
বাদির অনুমতি ছাড়া ফেসবুকে অশ্লীল ছবি ও কুরুচিপূর্ণ ব্যবহার ও ভিডিও করার অপরাধে ছাত্রলীগের কর্মী জুলফিকার উদ্দিন চৌধুরীর ছেলে সৈয়দ আশিক চৌধুরী ও তার স্ত্রী আমিনা বেগমের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
বিচারক মামলাটি আমরা নিয়ে কাউনিয়াথানার ওসি কে তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার বাদি পলাশপুর নিবাসী মোঃ রাকিব মল্লিক মামলা করলে ওই আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে কাউনিয়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন ।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি মোহাম্মদ নাজমুল হোসেন। বাদি মামলায় উল্লেখ করেন আসামিরা ২০২৫ সালের ২৬ শে এপ্রিল বাঁদিকে হেয় প্রতিপন্ন করা এবং মানহানিকর তথ্য প্রচার করে।
আসামিরা তাদের নিজস্ব ফেসবুক আইডিতে বাদির ছবি দিয়ে সামাজিকভাবে সুনাম নষ্ট করে। আসামিরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বাদির ছবি দিয়ে সংঘর সম্মেলন করে।
আসামিরা উল্লেখ করে রাফিক মল্লিক সহ ১৫-২০ জন বিউটি রোড সংস্কার কাজে বাধা প্রদান করে। যা সম্পূর্ণ মিথ্যা। আসামিরা বাদীর বিরুদ্ধে আক্রমণ, অসত্য, কুরুচিপূন, হেয় প্রতিপন্ন, ও মান হানিকর,মন্তব্য দিয়ে ও ভিডিওর মাধ্যমে প্রচার করে।
এ ব্যাপারে বাদী বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে কাউনিয়া থানা ওসিকে তদন্তের নির্দেশ দেন। ।
Post Comment