Loading Now

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ, ফল প্রকাশ কবে?

অনলাইন ডেক্স ।।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছেন। যারা সফলভাবে আবেদন করেছেন, তারা এখন ফলাফলের অপেক্ষায়।

তবে ঠিক কবে নাগাদ ফল প্রকাশ করা হবে, তা জানাতে পারেননি শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা। এমনকি কতসংখ্যক আবেদন জমা পড়েছে সেটাও এখন নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে জানানো হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ফল প্রকাশের পরবর্তী একমাসের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের বিধান রয়েছে। সেই হিসাবে ১০ আগস্টের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ মুহূর্তে সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো সম্ভব নয়।

কতসংখ্যক আবেদন জমা পড়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খাতা চ্যালেঞ্জের কত আবেদন পড়েছে, তা এখনো জানানো সম্ভব নয়। আবেদন শেষ হওয়ার পর তা বুয়েট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করছে। সেখান থেকে তথ্য পেলে জানানো যাবে।

গত ১০ জুলাই দুপুর ২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের প্রতিবারের মত এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে গত ১১ জুলাই এ আবেদনপ্রক্রিয়া শুরু হয়, যা চলে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এ বছর ফেল করেছেন মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী।

Post Comment

YOU MAY HAVE MISSED