উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩১
অনলাইন ডেক্স ।।
রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।
আজ মঙ্গলবার দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহতদের সংখ্যা তুলে ধরা হয়েছে—
১. কুয়েত মৈত্রী হাসপাতাল : আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট : আহত ৪৬ জন, নিহত ১০
৩. ঢাকা মেডিকেল : আহত ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা : আহত ২৮, নিহত ১৬
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল : আহত ৩, নিহত নেই
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা : আহত ১৩, নিহত ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল : আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল : আহত ১, নিহত নেই
৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল : আহত ১
১০. ইউনাইটেড হাসপাতাল : আহত ২, নিহত ১
এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, তখন পর্যন্ত শনাক্ত ২৭টি লাশের মধ্যে ২০টি হস্তান্তর করা হয়েছে। এখনো ৬টি লাশ এবং উত্তরা আধুনিক হাসপাতালে থাকা দেহাবশেষ শনাক্ত হয়নি। এগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।’ তিনি জানান, এই আহত ৭৮ জন রোগীর কেস সামারি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেগুলো পর্যালোচনা করছেন। যদি তারা মনে করেন, এখান থেকে কাউকে পাঠানো প্রয়োজন, তাহলে সে ব্যবস্থা নেওয়া হবে।
এর বাইরে, আপাতত হাসপাতালগুলোতে খুব বেশি রক্তের প্রয়োজন নেই। এ জন্য হাসপাতালগুলোতে ভিড় না করতে অনুরোধ করেন তিনি।
এদিকে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ দল শিগগিরই আসবে।
Post Comment