Loading Now

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেক্স ।।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চিকিৎসাধীন আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহাতাব উদ্দিন ভুইয়া নামের ১৩ বছর বয়সী এই শিক্ষার্থী সপ্তম শ্রেণিতে পড়ত।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মাহতাবের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন এর পরিচালক ডা. নাসির উদ্দিন।

তিনি জানান, আগুনে মাহাতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃতুয হলো।

মাহাতাবের মামা আঞ্জুম সিফাত জানান, তাঁর বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভুঁইয়া। বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড এলাকায় থাকেন। এক ভাই ও এক বোনের মধ্যে মাহাতাব ছোট। বড় বোন নাবিলা একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে।

মাহতাবের চাচা তানভীর ভূঁইয়া বলেন, ‘ওর ক্লাস ছিল স্কুলের দোতলায়। এর নিচেই বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় চারপাশে। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামার সময় মাহতাবের শরীরে আগুন ধরে যায়।’

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে গতকাল বুধবার পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয় বলে খবর দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Post Comment

YOU MAY HAVE MISSED