প্রকাশিত সংবাদের ভিন্নমত
গত ২৪ ও ২৫ জুলাই দৈনিক আলোকিত বরিশাল, ভোরের আলো, আজকাল, বাংলাদেশ বানী, সুন্দরবন সহ বেশ কয়েকটি স্থানীয় পএিকায় ” কাউনিয়ায় বিসিসিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বালু আনলোড করেছেন বিএনপি নেতা” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে সম্পূর্ণ রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নাম জড়িয়ে সংবাদিক ভাইদের নিকট মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। আমি কোন বালু আনলোডের সাথে জড়িত নই। আমার কোনো ড্রেজার লাইসেন্সও নেই। ওই স্থানে কারা বালু ফেলেছে তা আমি জানিনা। আমি ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালনে নিষ্ঠা ও বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। এ জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষরা হিংসাত্মকভাবে আমার সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত। সংবাদে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক রাজপথের পরীক্ষিত সৈনিক মনিরুজ্জামান ফারুককে জড়ানো হয়েছে। তিনিও এ ব্যাপারে কিছুই জানেন না। আমি প্রকাশিত সংবাদের প্রতি সম্পূর্ণ ভিন্নমত পোষণ করছি।
মো: আমির খসরু
সদস্য সচিব (সাবেক)
৭নং ওর্য়াড, বিএনপি বরিশাল মহানগর
Post Comment