Loading Now

বরিশালে আ’লীগ নেতা হালিম রেজা মোফাজ্জেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ।।

জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অন্যতম সহযোগি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এরপূর্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সিএ্যান্ডবি পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতবছর জুলাই-আগস্টের ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল। কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত হালিম রেজা মোফাজ্জালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED