Loading Now

মান্থা জেলে নারীদের নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে পলিসি অ্যাডভোকেসি টুলকিট তৈরির জন্য স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সেইন্ট বাংলাদেশের ট্রেনিং সেন্টার মান্থা জেলে নারীদের মূল সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা এবং অগ্রাধিকার দিয়ে এই সভা করা হয়।

এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মান্থা কমিউনিটি প্রকল্পের আওতায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল১৯-এর সহোযোগিতায় এবং দি ইউরোপিয়ান ইউনিয়ন-এর অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট৭১ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক একেএম আক্তারুজ্জামান। চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: রাশেদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তফা কামাল, সমাজসেবার সহকারী পরিচালক জাবির অঅহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: জামাল হোসাইন ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির কবির। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওর্য়াকশপ টুলকিটস্ ডেভলপমেন্টের কনসালন্টে আহসান মুরাদ চৌধুরী, রিপোর্ট একাত্তর ডটকমের প্রকাশক সাইদুর রহমান পান্থ, প্রকল্পের সমন্বয়কারী মহা আনন্দ দাস।

সভা থেকে মান্থা নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃত দাবী জানান। পাশাপাশি তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা, বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী জানান। তারা বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই তারা বিকল্প পেশার দাবী জানিয়েছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED