Loading Now

ট্রলার ডুবির চারদিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

কুয়াকাটা প্রতিনিধি ।।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ‘এফবি সাগরকন্যা’ ডুবির ঘটনায় ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার চারদিন পর সোমবার (২৮ জুলাই) রাতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে উদ্ধারকৃত জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ট্রলার ডুবির ঘটনায় এখনো ছয় জেলে নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে মাঝি আবদুর রশিদ ১৫ জন জেলে নিয়ে মহিপুর থেকে গভীর সমুদ্রে যান। জাল ফেলার পর শুক্রবার সকালে হঠাৎ ঝড় ও ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে যায়। এতে নিখোঁজ হয় ডুবে যাওয়া ট্রলারে থাকারা। সোমবার রাতে দুটি মাছ ধরার ট্রলার ৯ জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ২৬ জুলাই নিখোঁজ জেলেদের বিষয়ে ট্রলার মালিক কিশোর হাওলাদার সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED