Loading Now

পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল, দুশ্চিন্তায় তনু আত্মহত্যা

ভোলা প্রতিনিধি ।।

ভোলার তজুমদ্দিনে এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রথমপত্র বিষয়ের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে বাসায় এসে তনু রানী দাস নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে মারা যান তিনি।

তনু রানী দাস (১৯) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কালি বাজার শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিনী উজ্জলা রাণী দাস দম্পতির একমাত্র মেয়ে ছিলেন। তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তনু রানী দাস ।

তনু রানী দাসের মা উজ্জলা রাণী বলেন, সোমবার (২৮ জুলাই) আমার মেয়ে তনুর জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় এসেই সে অস্থির হয়ে পড়ে। আমাকে জানায় পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছে এবং বহুবার বলে, মা আমি এ বিষয়ে পাস করব না। এসব বলার পরে আমি তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেই।

তিনি আরও বলেন, হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে তার চিৎকারের শব্দ শুনে রুমে গিয়ে দেখি পানের বরজের জন্য ঘরে এনে রাখা কীটনাশক খেয়ে ছটফট করছে। পরে তনুকে চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। রাত ১২টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, তনু মৃত।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. জুনায়েদ হোসেন বলেন, ওই তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেছি। তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল, কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।

তজুমদ্দিন থানা ওসি মো. মহব্বত খান বলেন, এইচএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বার ভুল লেখায় কীটনাশক খেয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার করেছে বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আত্মহত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED