Loading Now

বাউফলে সেতুর সঙ্গে বাল্কহেডের ধাক্কা, ড্রাইভারের মাথা বিচ্ছিন্ন

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফলে বালু ভ‌র্তি কার্গো (বাল্কহেড) নিয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের সাথে ধাক্কা লেগে ড্রাইভার মোঃ শা‌কিব (২২) এর দেহ থেকে মাথা চি‌চ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ( ২৯ জুলাই) বিকাল সাড়ে ৩টার দি‌কে উপ‌জেলার কা‌ছিপাড়া ইউনি‌য়নের পাকডাল গ্রামের খান বা‌ড়ি সংলগ্ন খা‌লে ওই ঘটনা ঘটেছে। নিহত শা‌কিব উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়া‌র্ড এলাকার মোঃ কবির মৃধার ছেলে।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, এক‌টি বালু ভর্তি কার্গো ( বাল্কহেড) ভ‌র্তি বালু নিয়ে কা‌ছিপাড়া ইউনিয়নের কারখানা থেকে দেওপাশা যাচ্ছিলেন শ্রমিক শা‌কিব। কারখানা খানবা‌ড়ি ব্রীজের নিচ দিয়ে অ‌তিক্রম করার সময় সা‌কিব ওই বাল্কহেডের উপর বসা ছিলেন। ব্রীজ‌টির উচ্চতা কম হওয়ার অসাবধানতার ব্রীজের সাথে বাল্কহেডের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার ( ড্রাইভার শাকিব) এর দেহ থেকে মাথা বি‌চ্ছিন্ন হয়ে খালে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীর রিয়াজ সূত্রে জানাযায়। পরে স্থানীয়ারা থানা পুলি‌শকে খবর দিলে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে পু‌লিশ।

Post Comment

YOU MAY HAVE MISSED