বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের বাবুগঞ্জে অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার রহমতপুর এয়ারপোর্ট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী- দ্রুতগতিতে বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, বারবার দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে এলাকাবাসীর দাবির মধ্যে রয়েছে- রহমতপুর মোড়সহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, স্পিড ব্রেকার স্থাপন এবং গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
প্রসঙ্গত, বরিশাল-ঢাকা মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
Post Comment