Loading Now

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক ।।

পারিবারিক বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সিকদার লিটুকে (৪২) নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) ৪০ ব্যক্তির বিরুদ্ধে নগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন নিহত লিটুর বোন আহত মুন্নি সিকদার।

এই বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার কাশিপুরের বিল্লবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে।

তখন প্রতিপক্ষরা হামলা চালিয়ে লিটুকে কুপিয়ে হত্যা এবং নিহতের ছোট ভাই, বোন ও মাকে কুপিয়ে গুরুতর আহত করে। পাশাপাশি ভুক্তভোগীদের ঘরে হামলা-ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে।

এই ঘটনায় গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি রয়েছেন নিহতের মা হালিমা বেগম (৬০), ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি বেগম (৩৮)।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার।

তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এদের মধ্যে যে কয়েকজনকে হত্যা মামলার বাদী চিহ্নিত করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED