Loading Now

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা হলেন এস.এম হেদায়েতুন্নবী জাকির

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির এস.এম হেদায়েতুন্নবী জাকিরকে পদোন্নতি দিয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বরিশাল মহানগর আদালতে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আদেশের পর বৃহস্পতিবার তিনি বরিশাল মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এস এম হেদায়েতুন্নবী জাকির ১৯৮৮ সালে বিচার বিভাগের চাকরি জীবনে যোগদান করেন।

চাকরি জীবনে তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ-সহকারী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এরপর ২০২২ সালের ৭ মার্চ বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে নাজির হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য অগ্রজ ও অনুজ সকল সহকর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED