Loading Now

বিদ্যালয় নাট্য দল এর সদস্যদের নিয়ে অরিয়েন্টিশন সভা

নিজস্ব প্রতিবেদক ।।

আভাস বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় দাতা সংস্থা জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের বিদ্যালয় নাট্য দল( বিনাদ) এর সদ্যসদের নিয়ে অরিয়েন্টিশন সভা অনুষ্টিত হয়েছে। মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে অরিয়েন্টিশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দরা।

অরিয়েন্টিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মামুন হোসেন গাইড শিক্ষক মো: সাইফুল আলম। অরিয়েন্টিশনটি পরিচালনা করেন আভাস এর প্রোগ্রাম অফিসার কান্তা দে সহযোগিতায় প্যারালিগ্যাল নাহার আক্তার।

Post Comment

YOU MAY HAVE MISSED